October 2, 2023, 5:41 am
মোঃরুমন হোসেন জেলা প্রতিনিধি
প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০০টাকা! হঠাৎ অবিশ্বাস্য দামে নগরীতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ট্রিপল সেঞ্চরি হাঁকানো কাঁচা মরিচের দাম নিয়ে ক্রেতা বিক্রেতা বাকবিতণ্ডা চলছে বাজারে। তবে ঝাল কমার আপাতত কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, বন্যার কারণে ক্ষেতের মরিচ পচে গেছে। মরিচ নেই। তাই মরিচের বাজারে আগুন লেগেছে।
খবর নিয়ে এবং সরজমিনে বাজারে ঘুরে দেখা গেছে, সব দোকানে কাঁচা মরিচ নেই। পুরো বাজারে দুয়েকজন ব্যবসায়ীর কাছে অল্প মরিচ রয়েছে। ওগুলো তারা নিজেদের মতো করে দাম নির্ধারণ করে বিক্রি করছেন। প্রতি ১০০ গ্রাম ৩৫ টাকা দাম হাঁকছেন। তবে প্রতি কেজি ৩০০ টাকা দরে বিক্রি করছেন। কর্ণফুলী বাজারের এই চিত্র নগরীর অন্যান্য বাজারেও চলছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। তবে রেয়াজুদ্দীন বাজারে কিছুটা কমে আড়াইশ’ টাকায় মরিচ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। কাজীর দেউড়ি বাজারেও তিনশ’ টাকায় কেজি বিক্রি হয়েছে গতকাল।
মরিচের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে বলে জানিয়ে এক ব্যবসায়ী বলেন, প্রতিদিন আমি ২০ কেজি মরিচ এনে এখানে বিক্রি করতাম। আজ মরিচ এনেছি ৫ কেজি। ক্রেতারাও রেশনিং করছেন বলে উল্লেখ করে ওই দোকানি বলেন, আগে এক কেজি আধা কেজি কিনতেন এমন ক্রেতারা এখন ১০০ গ্রাম করে মরিচ নিয়ে ঘরে ফিরছেন।
উল্লেখ্য, মাত্র দিন কয়েক আগেও মরিচের কেজি ৫০/৬০ টাকা ছিল। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে এসে লাফিয়ে লাফিয়ে মরিচের কেজি ট্রিপল সেঞ্চুরি পার করলো।