October 2, 2023, 5:39 am
আবদুল্লাহ আল মামুন
স্টাফ রিপোর্টারঃ-
পটুয়াখালী কলাপাড়া পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের প্রার্থীর সমর্থকদের,নৌকা প্রতীকের প্রার্থীর সন্ত্রাসী কর্তৃক নির্বাচনী আচরণ বিধিলংঘন করে প্রাণনাশের হুমকিসহ মারধর করে আহত করা এবং তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এর প্রতিকার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা বরাবর অভিযোগ করেছেন।স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ, পিতা: মরহুম হাজ্বী জামাল উদ্দিন আহমেদ, মেয়র পদপ্রার্থী (স্বতন্ত্র), কলাপাড়া পৌরসভা নির্বাচন, ২০২১ইং।
অভিযোগ সুত্রে, আগামী ১৪ ই ফেব্রুয়ারী ২০২১ তারিখ অনুষ্ঠিতব্য কলাপাড়া পৌরসভা নির্বাচনে আমি দিদার উদ্দিন আহমেদ মেয়র পদে (স্বতন্ত্র) জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীক পাওয়ার পর থেকেই নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের সন্ত্রাসীরা আমার প্রচার কার্যে নানাভাবে বাধা প্রদান করছে। গত ০৩/০২/২০২১ খ্রি: তারিখ হতে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার বিপুল সংখক বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসেছেন যাদের কারোরই মুখ পরিচিত নয় এবং এরা প্রতিদিনই মোটরসাইকেল সহযোগে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন রাস্তায় মহড়া করে বেড়াচ্ছে। যার কারণে ভোটারদের মনে ব্যাপক শঙ্কা কাজ করছে। অদ্য বেলা ১০.০০ (দশ) ঘটিকা সময় থেকে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের ছেলে বিকাশ চন্দ্র হাওলাদার এবং ভাই স্বপন চন্দ্র হাওলাদারের নেতৃত্বে আসাদুজ্জামান শুভ, পিতা: আনোয়ার হোসেন, সাং: নেছারিয়া সড়ক, ০৯ নং ওয়ার্ড, আলিফ মাহমুদ রুদ্র, পিতা: রাসেল মোল্লা, সাং:মঙ্গলসুখ রোড, ০৮ নং ওয়ার্ড, সৌরভ শিকদার, পিতা: মো: ফজলুলহক শানু শিকদার, সাং: মাদ্রাসা রোড, ০৭ নং ওয়ার্ড, অমি গাজী, পিতা: কবির গাজী, সাং: মাদ্রাসা রোড, ০৭ নং ওয়ার্ড, তাপস সরকার (৪০), পিতা: ভূপতিসরকার, সাং: কলেজ রোড, ০৯ নং ওয়ার্ড, বিবেক হাওলাদার, পিতা: হীরাহাওলাদার স্বপন, সাং: কলেজ রোড, ০৯ নং ওয়ার্ড, রাকিবুল ইসলাম রাকিব, পিতা: মো: চাঁনমিয়া, সাং: মাঝের পাড়া, ৬নং ওয়ার্ড, ১০ নং বালিয়াতলী ইউনিয়ন, মেহেদী হাসান রাতুল, পিতা: খন্দকার সাইদুর রহমান, সাং: মুসলিম পাড়া, সবুজ বাগ, ০৮ নং ওয়ার্ড, মিঠুন চন্দ্র সরকার, পিতা: পলাশ সরকার, সাং: কলেজরোড, ০৯ নং ওয়ার্ড, শেখর চন্দ্র মন্ডল, পিতা: জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, সাং: নাচ্না পারা, ০১ নং ওয়ার্ড, শওকত হাওলাদার, পিতা: আব্দুর রশিদ হাওলাদার, সাং: চৌরাস্তা, নাচ্না পারা, ০১ নং ওয়ার্ড, মো: মাসুম প্যাদা, পিতা: মো: নাসিরপ্যাদা, সাং: বাদুরতলী, ০৯ নং ওয়ার্ড, কাশেম, পিতা: অজ্ঞাত, সাং: কলেজ রোড, ০৯ নং ওয়ার্ড, মো: পারভেজ, পিতা: জাহাঙ্গীর সর্দার, সাং: মাদ্রাসা রোড, ০৭ নং ওয়ার্ড, মো: জিহাদমীরা, পিতা: ছালাম মীরা, সাং: বড় শিকদার বাড়ি, ০৯ নং ওয়ার্ড, নয়ন মিত্র , পিতা: যতীন মিত্র, সাং: কলেজ রোড, ০৯ নং ওয়ার্ড, মিন্টু মল্লিক, পিতা: হামিদ মল্লিক, সাং: ইসলামপুর রোড, ০৭ নং ওয়ার্ড, আল আমিন, পিতা: মো: আব্দুররাজ্জাক, সাং: মাদ্রাসা রোড, ০৭ নং ওয়ার্ড, মো: হান্নানব্যাপারী, পিতা: তাজন ব্যাপারী, সাং: কাঠ পট্টি, লঞ্চ ঘাট সংলগ্ন, কলাপাড়া পৌরসভা, থানা: কলাপাড়া, জেলা:পটুয়াখালী সহ আরও বহিরাগত ৩০/৪০জনমিলে ২০ (বিশ) টি মোটরসাইকেল সহযোগে মহড়াকরে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় আমার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। আমার কর্মী মো: দেলোয়ার হোসেনের পরিচালিত ০১ (এক) নং ওয়ার্ড বাস স্ট্যান্ডে অবস্থিত ঢাকাগামী মেঘনা পরিবহনের এবং উত্তরবঙ্গ গামী শামীম পরিবহনের টিকেট কাউন্টারে হামলা চালিয়ে লোহার রড, লাঠি, হকিস্টিক, ধারালো অস্ত্র দিয়ে চেয়ার টেবিলসহ সকল আসবাবপত্র এবং কাগজপত্র ধংশ করে, ০৯ (নয়) নং ওয়ার্ড কলেজ রোড এলাকায় মো: জাকির মুন্সীর মালিকানাধীন রাফি মেডিকেল হল লাঠিসোটা নিয়ে আক্রমণ করে ভাংচুর করে, ০৯ (নয়) নং ওয়ার্ড নিবাসী মো: মিজান এবং মো: ফয়সাল এর বাড়িতে ভাংচুর করে।ওই সন্ত্রাসী বাহিনীই ০১ নং ওয়ার্ডের বাসিন্দা মো: জসিম, মো: রিপন ঘরামী, মো: সাগর ও মো: নূর হোসেনকে ফায়ার সার্ভিস রোডে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে যারা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। ০৭ নং ওয়ার্ড নিবাসী মো: মনির, মো: মাসুদ, মো: মাইনুল ও মো: আল আমিনকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
এই সকল কারণে আমার সকল কর্মীরা প্রাণ সংহারের চিন্তায় ভীষণ রকম উৎকন্ঠায় ভুগছে। বর্তমানে আমার সকল কর্মী সমর্থকরাই ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কলাপাড়া পৌরবাসীর মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে ভীষণ আতঙ্ক বিরাজ করছে।এজন্য কলাপাড়াতে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যার কারনে প্রার্থী সমর্থক ও ভোটারদের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। এছাড়াও কলাপাড়া পৌরসভা নির্বাচন সুষ্ঠূ ও নিরপেক্ষ ভাবে সম্পাদনের লক্ষ্যে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের পক্ষে নির্বাচনী আচরণ বিধি লংঘনের জরুরি প্রতিকার তথা তার পক্ষের সকল রকম সন্ত্রাসী কার্যক্রম নিরসনে প্রয়োজনীয় আইনি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার একান্ত মর্জি জানিয়ে অভিযোগের অনুলিপি কপিঃ-, ১. বিভাগীয় কমিশনার, বরিশাল, ২. ডি আই জি , বরিশাল, ৩. জেলা প্রশাসক, পটুয়াখালী, ৪. পুলিশ সুপার, পটুয়াখালী, ৫. উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া, ৬. জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার, ৭. উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, ৮. অফিসার ইনচার্জ, কলাপাড়া থানা, পটুয়াখালী বরাবর প্রদান করা হয়েছে।