December 1, 2023, 10:57 pm
করোনা কালে ছাগলের খাবারের মালিক দুশ্চিন্তায়
তাছকিয়া বগডহরী
নবীনগর ব্রাহ্মনবাড়িয়া।
মহামারী এই করোনা কালে হতাশ হয়ে পড়েছেন,ব্রাহ্মনবাড়িয়া জেলা,নবীনগর থানা,ও বগডহর গ্রামের এক ছাগল ব্যবসায়ী ওয়াসিম মিয়া। তিনি জানান করোনা কালে তার ছাগল এক এক করে মারা যায়। মারা যাওয়ার সময় তার ছাগলের সমস্যা ছিল,ঠান্ডা, সর্দি,কাশি,তিনি আরো জানান হঠাং করে তার ছাগল মারা যেত। ছোট,বড়,মাঝারি,খাসি ও ছাগলি সহ তার মোট ২৮ টি ছাগল মারা গেছে।
তার মধ্য ছোট বাচ্ছা ছিল,৯ টি মাঝারি ছিল ৯ টি ও বড় ছিল ১০ টি। এর মধ্য ১৫ টি ছাগলি ও ১৩ টি খাসি। ছাগলি গুলির দাম ছিল,২ থেকে ১১ হাজার পযন্ত ও খাসি গুলির দাম ছিল ২ থেকে ১৯ হাজার পযন্ত। খামারের মালিক জানান যে আর্থিক ভাবে সে ২ লাখ টাকা ঋণে পড়েছে।