October 1, 2023, 2:23 pm
উম্মে সালমা..
….আর কেঁদো না….
মা তুমি আর কেঁদো না,
আমি যে সইতে পারিনা।
জানি তুমি আজ বড্ড আসহায়,
সবাইকে হারিয়ে আকুল সাগরে বাসছো।
কি যে যন্ত্রনা বুকে নিয়ে বেচেঁ আছো এই পৃথিবীর মাঝে।
সব আড়াল করে,
রাত পোহালে বেরিয়ে যাও ষোলো কোটি মানুষের কথা ভেবে।
হারিয়েছ বাবাকে,হারিয়েছ মা কে, হারিয়েছ ভাই কে,
আঁচল দিয়ে মুখ লুকিয়ে যখন কাঁদো তুমি আমি যে মা সইতে পারি না।
মা তুমি আর কেঁদো না।
ষোল কোটি মানুষ আছে তোমার সাথে।।।।।।