September 25, 2023, 3:17 am
বারহাট্টা প্রতিনিধি, মোঃ রোমান মিয়া
আমি স্পষ্টবাদী,তাই স্পষ্ট কথাকে ভালোবাসি;
সত্য সুন্দর,তাই সত্যকে আমি ভালোবাসি।
আমি সারাজীবন সত্যের পথে চলতে রাজি,
সত্যকে জয় করার জন্য জীবন ধরেছি বাজি।
আমি মিথ্যার সঙ্গে আপোষহীন একজন ব্যক্তি,
মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য দেয় মুক্তি।
সত্যের জন্যে যদি আমাদের বন্ধুত্ব ভেঙে যায়,
তাতেও ভীষণ খুশি,বিনিময়ে আমি সত্যকে চাই।
কেউ কি সত্যের পক্ষে লড়াই করে হেরেছে?
মোটেও না,সত্যের পক্ষে লড়াইয়ে সর্বদা জিতেছে।
মিলন সত্যের জন্য সাময়িক হয়রানিতে ভুগেছে,
বকুল মিথ্যার ফাঁদে পড়ে ধ্বংসের পথ ধরেছে।
যারা সত্যকে ভালোবেসে সত্যের পথে চলে,
ইতিহাস চিরদিন ঐ মনিষীদের কথাই বলে।
সত্য পথে চললে তবে ভালোবাসে সবাই,
আর মিথ্যার পথ বেছে নিলে ঘৃণার শেষ নাই।
একটি দুর্ঘটনা যেমন সারা জীবনের কান্না,
মিথ্যা জীবনের জন্য বয়ে আনে দুঃখের বন্যা।
মিথ্যার পথ অবলম্বনে অশান্তি মিলে বেশি,
শান্তি পাওয়ার খোঁজে আমি সত্যকে ভালোবাসি।