September 25, 2023, 3:51 am
বিয়ের বছর মোঃ মিলন মিয়া
কুড়ি বছর পাড়ি দিয়ে একুশ বছর পূর্ণ,
এই বয়সে বিয়ে করলে দাম্পত্য জীবন ধন্য।
বন্ধু-বান্ধব আছে যারা হাসাহাসি করে তারা,
শোরগোল থেকে বাদ যায় না প্রতিবেশীরা।
দাদা-দাদি,নানা-নানি করে তারা কানাকানি,
তারাই বেশি বিয়ের জন্য করছে টানাটানি।
বিয়ের ব্যাপারে লোকলজ্জায় যতই না বলি,
অগোচরে বিয়ে করতে বীরের মতো চলি।
ভালো লাগে না একা থাকা বউ ছাড়া আর,
বউ আনতে কত বরকে খেতে হয়েছে প্রহার!
বিয়ের মিছিলে দিপু গেল, বাকি রইলো সাব্বির,
একুশ বছর পূর্ণ হলেই সেও তোলবে তাকবির।
আত্মীয়স্বজন সবাই মিলে পাত্রী খোঁজছে আমার,
পাত্রী নিবার্চনের দায়িত্বটা কাঁধে পড়েছে মা’র।
পুত্রবধূ মা’র পছন্দ বেয়াই পছন্দ বাবার,
আমার পছন্দ প্রিয়তমার যোগ্য স্বামী হবার।
আর মানি না, মানবও না বিয়ে করব এবার,
একুশ বছরেই পেতে চাই প্রিয়তমার দিদার।
যৌবনে আজ ঢেউ উঠেছে আরো বইছে ঝড়,
একুশ হলো আমার জীবনের বিয়ের বছর।