September 25, 2023, 3:39 am
মোঃ মিলন মিয়া
তোমার শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে,
আমার শরীর ও মন নিস্তেজ হয়ে আসছে।
কবে আসবে তুমি এই অভাগার সংসারে?
ভালোবাসার বাতি জ্বালাতে আমার নীড়ে।
সাড়া দিই না কোনো সুন্দরী রমনীর ডাকে,
আমি তো সুন্দরী চাই নি চেয়েছি তোমাকে।
তুমি সাদা কিংবা কালো হও যায় আসে না কিছু,
মন যে আমার সর্বদা লেগে আছে তোমার পিছু।
শত মানুষের ভীড়ে তুমিই পার আমায় বুঝতে,
ভালোবাসার পরশে তুমি পার দুঃখ-কষ্ট মুছতে।
কি করে পারব বলে তোমাকে ছাড়া থাকতে?
আমার পক্ষে সম্ভব না অন্যকে নিয়ে ভাবতে।
তুমি তুমিই, তোমার সাথে হয় না কারো তুলনা,
এই জীবনে তোমাকে কভু ভুলতে পারব না।