September 23, 2023, 1:33 am
কবিতা – তুমি নজরুল
কলমে কবি
নিরানন্দ রায়:
হে বিদ্রোহী হে প্রেমিক নজরুল
তোমার প্রেমে হই মশগুল
তোমার কাব্য গানে বিদ্রোহী ডংকা বাজে
শত্রুরা হুশিয়ার পালানোর পথ খোঁজে।
তুমি শুধু কবি নও প্রেমিক পুরুষ
প্রেয়সীর মন কেড়ে করেছ বেহুশ
কতশত রজনী কাটিয়েছিল প্রতিক্ষায়
তুমি প্রিয় আসবে হিয়ায়।
তোমার কাব্য গানে চিঠির প্রতিটি চরণে
প্রেমের মিষ্টি সুবাস ছড়ায় সর্বখানে
তুমি বীর তুমি বাংলার বুলবুল
পাখির কূজনে নদীর কলতানে তুমি নজরুল।
তুমি দামামা অন্যায়ের বিরুদ্ধে হুংকার
তোমার কলমের নিশানা নাস্তানাবুদ শত্রুর আস্তানা
তুমি আদি অনন্ত মহাকালের কবি
সারা বিশ্বে ছড়াবে তুমি আগামীর রবি।
কবিৱ ১২৩ তম জন্মজয়ন্তীতে আমার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন কৱছি।