September 25, 2023, 4:13 am
পাচ্ছি রণের আভাস
কেউ না যেন ডরাস!
না করে হা হুতাশ
করে সব তালাশ
প্রাণটা খুলে নাচ!
কিসের তরে ভয়গো লোকের কিসের তরে ডর
এই বাণী কি জানেনা কেউ? মানুষ চির অমর!
হতে চির অমর
করবে বিজয় সমর
করছে আহ্বান
দিতে রণে প্রাণ ;
করতে অভিযান
আসিতে শান
মহারণে দৃঢ়পনে দিবে যাহার প্রাণ
দুই শহীদের মরতবা তার দুই লড়াইয়ের মান।
ঢক্কা নিণাদ নাদি
আসছে মোদের হাদি
ভয়কে কর জয়,
যেন সন্দেহ না হয়
করবে অসুর লয়
নেই কোন তার ভয়।
ভয়ের তরে হেরে গিয়ে বাঁচাবে যার প্রাণ,
মহানিশা তার নাশবে তমোময় দু’ জাহান।
তাদের উভয় সংকট
লভে না কোন তট
নেই কোনো তট
নেই কোন ওঁৎ
আছে শুধু লা’নত।