September 23, 2023, 2:11 am
সৈয়দ আলম, টেকনাফে প্রতিনিধি: কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই সিএনজি ও নগদ টাকাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১৪সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনের জওয়ানেরা সাবরাং পেন্না পাড়ায় একটি সন্দেহজনক নাম্বারবিহীন সিএনজি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ১৪হাজার পিস ইয়াবা, সিএনজি ও মাদক বিক্রির ২৩হাজার ১শ ২৫টাকাসহ স্থানীয় আলী আকবরের পুত্র মোঃ সোনা মিয়া (৩৫) এবং মৃত হাবিবুর রহমানের পুত্র মোঃ আমিন (২১) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক, টাকা ও সিএনজিসহ ধৃত মাদক কারবারীদ্বয়কে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক নিশ্চিত করেন।