December 1, 2023, 11:40 pm
মোঃ শৌভন আহম্মেদ সবুজ কুষ্টিয়া প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ এর ঐতিহাসিক বক্তব্য সব সময়ই জীবন্ত। বক্তব্য শুনেই মুক্তিকামী লাখো লাখো বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। স্বাধীনতার ৫০ বছর পর এসে মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে অামি যখন, সে বক্তব্য শুনি তখন অামার লোম খাঁড়া হয়ে যায়। অামি শিহরিত হয়। অামার মন চায়, অামার যা কিছু অাছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি।
শাহ জালাল, অফিসার ইনর্চাজ,
ভেড়ামারা মডেল থানা।