December 2, 2023, 12:07 am
এ সময়ের উদীয়মান তরুণ গীতিকার ও সুরকারদের মধ্যে হানিফ খান অন্যতম।গানের ভুবনে তিনি এক উজ্জল নক্ষত্র।সম্প্রতি বিভিন্ন মিডিয়ায তিনি বেশ আলোচিত।তার গানের কথাগুলো চমৎকার,কন্ঠে রয়েছে যাদুকরী সুর।ইতিমধ্যে তিনি তার মান সম্পূর্ন গানের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। লক্ষ কোটি মানুষের হৃদয়ে নিজেকে স্হান করে নিয়েছেন। তার কথা ও সুরের গানগুলো ব্যাপক জনপ্রিয়তার কারনে প্রতিদিনই দেশের জনপ্রিয় মিউজিক কোম্পানি স্বনামধন্য কন্ঠ শিল্পী ও বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল হুমরি খেয়ে পড়ছে।আগ্রহ প্রকাশ করছেন।মিউজিক ভিডিও নির্মানের। গান ছাড়া কিছুই বুঝেন না তিনি। এক কথায় গান পাগলা মানুষ তিনি। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার গভীর ভালবাসা। স্কুল জীবন থেকেই তিনি কবিতা, গান লিখতেন।বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান গাইতেন। মাঝে মাঝে বন্ধুদের গল্প আড্ডায় নিজের লিখা গানে সুর করতেন। হাড়িয়ে যেতেন সুরের মূর্ছনায়।এভাবেই তার বেড়ে উঠা। সাদমাঠা নম্র ভদ্র স্বভাবের এই গুনী মানুষটি ১৯৮৫ সালের ৯ই জুন কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ছানাটি খাঁন বাড়ি গ্রামে জন্ম গ্রহন করেন।।তার বাবা মোঃ জালাল উদ্দিন এবংমাতা মোছাঃ রেজীয়া আক্তার। পরিবারে ৪ভাই ২ বোনের মধ্যে তিনিই সর্ব কনিষ্ঠ। তিনি ছানাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাএ ছিলেন। কাজের ব্যস্ততার এক ফাঁকে চলচিত্র শুটিং স্পট গাজীপুরের হোতাপাড়ার খামার বাড়িতে কথা হয় তার সাথে। বেড়িয়ে আসে তার কাজের খুটিনাটি নানাদিক।এ প্রসঙ্গে তিনি বলেন,তার কথা ও সুরে এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী কাজী শুভর কলন্ক শিরোনামের মিউজিক ভিডিও গানটির মাধ্যমে তার পথচলা। ২০২০সালের প্রথমদিন গানটি একটি জনপ্রিয় মিউজিক মিউজিক ব্যার্নারে ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।প্রকাশের পর গানটি ব্যাপক সাড়া ফেলে। এ পর্যন্ত গানটি ২০লক্ষ৩১হাজার৯৯১ বার দেখা হয়েছে।।তিনি অর্ধশতাধিক অডিও ও মিউজিক ভিডিও গানের কাজ করছেন।এরমধ্যে তার কথা ও সুরে দেশের জনপ্রিয় শিল্পীদের কন্ঠে কয়েকটি মিউজিক ব্যার্নারে এিশটি মিউজিক ভিডিও নিমান কাজ সম্পূর্ণ হয়েছে এবংসেগুলো ইতিমধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।পরিশেষে তিনি দেশবাসী সকলের কাছে তার উজ্জল ভবিষ্যত কামনা করেন। সকলের ভালবাসায় তিনি এগিয়ে যেতে চান অনেক দূর। তার গানের কথা ও সুরে মানুষের মাঝে বেঁচে থাকতে চান অনন্তকাল। মান সম্পূর্ণ গান উপহার দিতে চান দর্শক শ্রোতাদের।