October 1, 2023, 3:32 pm
মোঃলিয়াকত হোসাইন,রিপোর্টার গাজীপুর:
এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আবু বকর সিদ্দিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্দ্যোগে গাজীপুর চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াহাব রিংকু, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মেহেদী হাসান,গাজীপুর জেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা সভাপতি বিল্লাল হোসেন মাষ্টার,বাংলাদেশ অনলাইন সংবাদ পত্র সম্পাদক পরিষদ সভাপতি খায়রুল আলম রফিক, সাপ্তাহিক মুক্ত বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী,
হোসনে আরা মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি, আশিকুর রহমান জাতীয় সাংবাদিক সংস্থা অর্থ বিষয়ক সম্পাদক, সাংবাদিক নুরুল হক,
সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আতিকুর রহমান বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা এমন পূর্ব কল্পিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও মামলা হলেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আগামী সাত দিনের মধ্যে আসামী গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে সিদ্দিকের ওপর হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে মৃত ভেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফেলে রেখে যায়, পরবর্তীতে প্রতক্ষ্যদর্শী ও পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি বিভাগে ভর্তি করেন।
উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক হক ইনসাফ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, বি এম আশিক হাসান মহা সচিব বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি, জাফর আলী জাতীয় সাংবাদিক সংস্থা সদস্য, সাংবাদিক কুদ্দুস মন্ডল,সাংবাদিক চাঁন মিয়া, সাংবাদিক মোশাররফ হোসেন, সাংবাদিক কাজী আশরাফুল, সাংবাদিক কাদের সরকার, সাংবাদিক সোহেল সাংবাদিক রাকিব, প্রমুখ।