September 25, 2023, 2:35 am
মোঃ রেজাউল করিম ক্রাইম রির্পোটারঃ
সাংবাদিক এর মাঝে ১০ টি গুণ থাকা দরকার!
১. সিদ্ধান্ত
২. সততা
৩. ব্যক্তিত্ব
৪. ব্যবহার
৫. সাহসিকতা
৬. বস্তুনিষ্ঠতা
৭. অধ্যবসায়
৮.নিয়মানুবর্তিতা ও যোগাযোগ
৯. দায়বদ্ধতা
১০. বিচক্ষণতা
বাংলাদেশের প্রেক্ষাপটে একথা স্বীকার করতেই হবে, এ পেশায় আজও সিংহভাগ জনশক্তিই অনাড়ি। তারা অপেক্ষাকৃত কম মেধাবী ও প্রশিক্ষণহীন। সাংবাদিকতায় পড়ালেখা করে এ পেশায় এসেছেন এমন লোকের সংখ্যা নিতান্ত নগন্য।
পড়ালেখা করাতো দূরে থাক প্রশিক্ষণ গ্রহণ করেছেন এমন লোকই বা কোথায়। অথচ একটি সম্ভাবনাময় ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে সাংবাদিকতা আজ দেশে-বিদেশে অনেক উঁচু মাপের পেশা। পৃথিবীতে যতগুলো পেশা আছে সাংবাদিকতা তার মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে।
সাংবাদিকতায় অধ্যায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে এ পেশায় প্রবেশ করতে পারলে একটি সম্ভাবনাময় ও উজ্জ্বল ক্যরিয়ার গড়া সম্ভব।