December 1, 2023, 11:08 pm
শাহীন কবির,পটুয়াখালী জেলা:
১৫নম্বের২০২০ সন্ধা আনুমিক ৭:২০ঐ সময় ( ৯নং ওয়ার্ড মোয়াজ্জেমপুর ও মোনোহর পুর এর। কুত্তা জাকির মেম্বারের নেত্রীত্বে তার দলবল সহ পুরুষ ওমহিলাদের উপর জাকির মেম্বর নিজে বগি দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়েছে। সে একটু মাগিবাজি এটা বলতে আমার লজ্জা লাগে। কারন সে একটা মেম্বর হয়ে সে এ কাজ করে ছি ছি ছি । তারপর সে মহিলাদের অকাথ্য ভাষায় গালিগালাজ করতেছিলো তারপর ঐমুরুব্বি রেজা সরদার৬২ ঐলোক বাধা দেওয়ার কারনে তাকে এলোপাতালি ভাবে কুপানো হয়েছে।। আর জাকির মেম্বর নিজে ৪ টা হুন্ডায় লোকজন এনে তাদের উপর হামলা চালায় এবং ২টা মহিলাকে অনেক কামর দিয়েছে সেটা পজিসন ছারা। এতে মহিলা পুরুষসহ অনেকে গুরুতর আহত হয়েছে।।
এবং এই বিষয়ে গ্রামের মানুষ তিব্র নিন্দা জানায় ও এর সুস্থ বিচার চায়।। গ্রামের মানুষের মধ্যো ভয় ঢুকে গেছে তারা এখন নিরাপদে থাকতে চায় প্রশাসনের প্রতি জোর দাবি জানায়
ফ্যাক্ট::৯নং ওয়ার্ডের জনগন তাকে উপদি দিয়েছে কুত্তা মেম্বর