October 2, 2023, 4:57 am
আব্দুস সাত্তার, পাবনা সংবাদদাতা।
অত্যান্ত মনোরম পরিবেশে কামালপুর বাজারে ভাই ভাই এন্টারপ্রাইজ নিয়ে আসল এক সম্ভাবনাময় আস্থা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং শাখা। আজ ২৬ শে জানুয়ারি ২০২১ ইং রোজ মঙ্গলবার হাটখালী ইউনিয়নে কামালপুর বাজারে যাত্রা শুরু করল। প্রধান অতিথি হিসেবে ছিলেন সুজানগর থানার অফিসার ইনচাজ। হাটখালী ইউনিয়নের চেয়ারম্যান, পাবনা জেলা ব্রান্চ ম্যানেজার। ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ
। জনাব তরিকুল ইসলাম বলেন, একটি পুরনাঙ্গ ব্যাংকে যা যা কার্যক্রম হয় সব এখানে লেনদেন হবে। আমানত জমা, সংগ্রহ সবই হবে। এই এলাকা বাসির উন্নয়নে ইসলামি ব্যাংক সবার পাশে থাকবে। এছাড়া সকল ধরনের হিসাব এখানে খোলা যাবে। ইউনিয়নবাসিকে এই ব্যাংকে হিসাব খুলতে সবাইকে উদ্বুদ্ধকরণ করতে বলেছেন ব্যাংক কর্মকতা।