October 2, 2023, 4:55 am
জামালপুর প্রতিনিধি:জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়ন পরিষদের সদস্য কর্তৃক প্রতিবন্ধী নারীর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনা ধামাচাপা দিতে গিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান লাঞ্চিত হয়েছে।
এলাকাবাসী মোজাফ্ফর আলী,আঃ সালাম,ইয়ানুস,রেজ্জাক আলী,ফালু শেখ,খালেক মিয়া,শফিজ উদ্দিন জানায়- পার্শ্ববর্তী শ্রীবরদি উপজেলার চাংপাড়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার কন্যা প্রতিবন্ধী হনুফা আক্তার(৩২)বাবা মা হারিয়ে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে মামার বাড়িতে আশ্রয় নেয় । এ সময় আত্বীয় স্বজনরা এলাকায় সাহায্য তুলে তাকে একটি ঘর উঠিয়ে দেন। হনুফা আক্তাতা সকলের সাহায্য নিয়ে দিনাতিপাত করে আসছিল। এ অবস্থায় চেয়ারম্যান তাকে একটি ভিজিডি কার্ড করে দেন। গত শনিবার ইসলামপুর খালেদ মোশারফ ব্রীজ মোড়ে গোয়ালের চর ইউপির অস্থায়ী গোদাম ঘরে মাসিক বরাদ্ধের চাল উত্তোলন করতে আসেন হনুফা আক্তার। চাউল উত্তোলন করতে সন্ধ্যা হলে ওয়ার্ড মেম্বার ইয়াজল মিয়া তাকে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে মটর বাইক যোগে ভাটিপাড়া নিয়ে গিয়ে স্থানীয় মোশারফের বিল্ডিং ঘরে র্ধষনের চেষ্টা করে। এ সময় প্রতিবন্ধীর চিৎকারে ওই ওয়ার্ড মেম্বার পালিয়ে যায়। এলাকাবাসী ইউপি সদস্য কর্তৃক প্রতিবন্ধী লাঞ্চিতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের নিকট উপযুক্ত বিচারের দাবী জানিয়েছেন।
এ ঘটনায় চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন , প্রতিবন্ধী নারীর পাশে আমি আছি এবং সব ধরনের সহযোগিতা করবো।