October 1, 2023, 2:38 pm
নাজমুস সাকিব, ভ্রাম্যমাণ প্রতিনিধি হবিগঞ্জ:
প্রগতিশীল সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়েছে ।
হবিগঞ্জ জেলার আজমিরীগন্জ ও মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে এ মাস্ক বিতরণ করা হয়।
ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব নাজমুস সাকিব জানান ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা করোনার শুরু থেকেই সমাজের অসচেতন মানুষকে সচেতন করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে।এরই ধারাবাহিকতাই ইচ্ছা টিম হবিগঞ্জ জেলা সপ্তাহব্যাপী এ মাস্ক বিতরণ করেন ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর )কর্মসূচির সমাপনী দিনে মাধবপর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক নজরুল ইসলাম তুহিন,ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা হবিগঞ্জ জেলার সদস্য সচিব নাজমুস সাকিব, সদস্য রোজলীন হাসান স্বাধীন,মো:মহিউদ্দীন, সৌমিক দেব,সাদেকুল ইসলাম, ইশতিয়াক চয়ন প্রমূখ।