December 1, 2023, 12:23 pm
মামুন উর রশিদ কক্সবাজার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুর ৩ টা থেকে মিনা বাজার স্টেশন প্রাঙ্গণে শামসুল আমিন এর কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে জামাল উদ্দীন কে সভাপতি আমান উল্লাহ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬ নং ওয়ার্ড সদস্য কমিটি ঘোষণা করা হয় ।
হোয়াইক্যং ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি শামণ্ডল আমিন এর সভাপতিত্বে ও নুরুল বশর বদি সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব শাহাজান মিয়া,,সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তা রাখেন, বাহারছড়া ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি শফিউল কাদের মেম্বার, জাতীয় শ্রমিক লীগ বাহারছড়া ইউনিয়ন শাখার সেক্রেটারি শওকত রশিদ, জাতীয় শ্রমিক লীগের বাহারছড়া ইউনিয়নের শাখার উপদেষ্টা আমিনুল হক আমিন, জাতীয় শ্রমিক লীগের সাবরাং ইউনিয়ন শাখার আহবায়ক, সাদ্দাম হোসাইন, জাতীয় শ্রমিক লীগের টেকনাফ উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক, আমান উল্লাহ, সেচ্ছাসেবক লীগ হোয়াইক্যং ইউনিয়নের শাখার সভাপতি, বাবুল চৌধুরী, টেকনাফ উপজেলার শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, শফিক মিয়া, টেকনাফ উপজেলার শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক, আব্দুল আজিজ, বাংলাদেশ আওয়ামিলীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক, শাহ জালাল, জাতীয় শ্রমিক লীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, জাতীয় শ্রমিক লীগ হোয়াইক্যং ২ নং ওয়ার্ড সেক্রেটারি, জাকের জামশেদ, জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলার সদস্য ফয়েজ উদ্দিন,
এসময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।এবং ষড়যন্ত্রকারীদের হুশিয়ারি করেন।এছাড়া দলের মধ্যে রেশারেশি ভূলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে তৃণমূল থেকে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত করারও নির্দেশ দেন।