December 1, 2023, 10:41 pm
রাকিব চৌধুরী, টুঙ্গিপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছে দুর্গাপূজা উপলক্ষে ধুমধাম কাজ চললেও পুরো উপজেলায় নিস্তব্ধতা
টুঙ্গিপাড়া উপজেলায় প্রায় ১০০ শত মন্দিরে স্বল্প পরিসরে পূজা অনুষ্ঠিত হবে
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারনে ধুমধাম হচ্ছে না পূজা।
সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা অনুষ্ঠিত হবে
উপজেলায় প্রত্যেক মন্দিরের প্রতিমা বানানো প্রায় শেষের দিকে। উৎসবের আমাজে পুরো উপজেলা আগের মতো সাজবে না
নিছক ধর্মীয় অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে বৃহত্তর বাঙালির প্রাণের উৎসব হয়ে উঠেছে দশভুজার আরাধনা৷ কিন্তু, এবার সেই উৎসবে প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে৷ পুজো সর্বত্রই হবে, কিন্তু উৎসবের জাঁকজমক কমতে চলেছে অনেকটাই