December 1, 2023, 11:32 pm
রিপোর্টার ঝিনাইদহ জেলা:
কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশির দশকের তুখোড় সাংবাদিক বিশ্বাস আব্দুর রাজ্জাক আর নেই।
বৃহস্পতিবার রাত ১ এক টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬২) তার মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার বাদ জুম্মা সাংবাদিক ও মোচিকের সাবেক কর্মকর্তা আব্দুর রাজ্জাককে দাফন করা হবে। আশির দশকে দৈনিক দেশ পত্রিকার মাধ্যমে আব্দুর রাজ্জাকের সাংবাদিকতার শুরু। তার লেখনি ও সংবাদ উপস্থাপনায় থাকতো সমাজ বদলের চিত্র। এ কারণে ঝিনাইদহ ও কালীগঞ্জের অনেক সাংবাদিকের কাছে তিনি গুরু হিসেবে খ্যাতি লাভ করেন।
সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় তার কাজ করার অভিজ্ঞতা ছিল। বিশ্বাস আব্দুর রাজ্জাক মোবারকগঞ্জ চিনি কলের সাবেক কর্মকর্তা। দুই মাস আগে তিনি অবসরে যান।