October 2, 2023, 4:24 am
(মিলন হোসেন, রিপোর্টার আশাশুনি):
আজ আশাশুনিতে ভূমিহীন নেতাদের আয়োজনে ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।একইসাথে আশাশুনি উপজেলাতে ভূমিহীনদের সূসংগঠিত করা এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন ভূমিহীন সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতারা। তারা ভূমিহীন সমিতি আশাশুনি উপজেলা শাখার কমিটি গঠনের জন্য ভুমিহীনদের নেত্রী,আগামি ইউপি নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের ১,২, ও ৩ নম্বর ওয়ার্ড এর মহিলা মেম্বর পদপ্রার্থী,নির্যাতীত নারীদের আশ্রয়স্থল মিসেস মারুফা আমিরুলকে সভাপতি এবং ভুমিহীন নেতা জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিবেশ করেন। বিচার বিশ্লেষণের মাধ্যমে সর্বশেষ সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য জনাব মহিতুর রহমানের সভাপতিত্বে মিসেস মারুফা আমিরুলকে সভাপতি এবং জাহাঙ্গীর আলম কে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট একটা কমিটি ঘোষণা করেন জেলা কমিটির নেতারা।
উক্ত সম্মেলনে শত শত জনতার উপস্থিতিতে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব অসীম বরণ চক্রবর্তী, ভূমিহীন সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জনাব মোঃ কাওছার আলী, ভূমিহীন সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জনাব মোঃ আব্দুস সামাদ ।এছাড়া উক্ত সম্মেলনে উপস্থিত বিশিষ্ট সমাজকর্মী আসিফ মোড়ল, মিলন হোসেন ,নেপাল বাছাড়,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হানিফ মোড়ল, হায়দার আলী, আবু সাইদ শিকারী, আমিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।