December 1, 2023, 10:31 pm
স্বাস্হ্যবিধি,সড়কেযানচলাচলঅনিয়ম,প্রকাশ্যেধুমপান দায়ে জরিমানা।
স্বপন কুমার রায় খুলনা জেলাপ্রতিনিধি:
খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে আজ নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিগত কয়েকদিনের লাগাতার মোবাইল কোর্টের অভিযানের ফলে আলুর মূল্য এখন নিম্নমুখী। তথাপি, কিছু আড়ৎদার সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে আলু বিক্রয় করছে। সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড সংলগ্ন আড়ৎ-এ মোবাইল কোর্ট চালিয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। অচিরেই আলুর মূল্য আরো কমিয়ে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়।
এদিকে নিউমার্কেট কাঁচা বাজারে খুচরা আলু বিক্রেতাকে অধিক মূল্যে আলু বিক্রয় ও ক্রয়মূল্যের রশিদ সংরক্ষণ না করার দায়ে জরিমানা করা হয়।
এছাড়াও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রকাশ্যে ধুমপান করা, স্বাস্থ্যবিধি অমান্য করা এবং সড়কে যান চলাচলে অনিয়মের দায়ে জরিমানা করেন। ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮’, ‘কৃষিপণ্য বিপণন আইন, ২০১৮’, ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তারিফ-উল-হাসান, জনাব দেবাশীষ বসাক এবং জনাবা শারমিন জাহান লুনা। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন সোনাডাঙ্গা থানা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ।
জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।