October 2, 2023, 4:34 am
আরিফুল ইসলাম শেখ
স্টাফ রিপোর্টার বগুড়া:
বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল বলেন,আওয়ামীলীগ সরকার তারেক জিয়াকে ভয় পায় তাই তাকে দেশে আসতে দিচ্ছেনা। বাংলার মানুষের দোয়ায় অচিরেই দেশে ফিরবেন তারেক জিয়া। ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর লক্ষাধীক মিথ্যা মামলা দিয়েছে। গত রোববারে বগুড়ার ৩৮জন বিএনপির নেতাকর্মীকে মিথ্যা মামলার জামিন না মুন্জুর করে জেল হাজতে ঢুকিয়েছে। বিএনপির নেতাকর্মীরা জেলের ভয় করেনা। গতকাল সোমবার বিকেলে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে রাজাপুর ইউনিয়ন পরিষদে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির ৫দিনের কর্মসুচির অংশ হিসেবে গরীব,অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুরু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, বিএনপিনেতা আল আমীন পেস্তা, আব্দুল হান্নান, বল্টু, শাহীন, বেলাল, শরিফ, আপেল, বুলবুল, সাত্তার প্রমুখ। শেষে অতিথিবৃন্দ গরীব,অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন।
তাং ০৭-০৯-২০২০ইং