September 23, 2023, 12:37 am
আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্যালুট জানাই।আন্তরিক অভিনন্দন। মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা পারে একটা মানুষ কে মানবিক করতে আর মানবতা পারে একটা মানুষ কে তার নিদিষ্ট লক্ষ্যে পৌছে দিতে। মানবিক মানুষ সব সময় অসহায় গরিবের প্রতি সদয় এবং সহানুভূতিশীল এবং পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম স্যার এর অন্যতম উদাহরন উনার মানবিক কাজ গুলো যেন একেকটা উদাহরন হয়ে থাকবে প্রতিটা মানুষের জীবনে যার মধ্যে মন আছে মানবতা আছে অন্যের কষ্ট অনু্ভব করতে পারে তাকেই মানুষ বলে মন ছাড়া মানবতা ছাড়া কেউ প্রকৃত মানব হতে পারে নাহ পৃথিবীতে কেউ হাজার বছর থেকে ও ভালো কাজ করতে পারে না ইতিহাসের পাতায় নাম লিখাতে পারেনা আবার সৈয়দ নুরুল ইসলাম মামার মতো কিছু লোক সাময়িক সময়ের মধ্যে ইতিহাস গড়তে পারে মানুষের কল্যান করে তাদের ভালোবাসে সম্মান করে সৈয়দ নুরুল ইসলাম মামার তো প্রতিটি মানুষ কে নিজের মানুষ ভাবে উনার প্রতিটি ব্যাক্তিক্ত আমাদের অনুপ্রানিত করে চিরকাল প্রতিটি মানুষের প্রানে ভালোবাসার একটা অধ্যায় হয়ে থাকবে সৈয়দ নুরুল ইসলাম ভাই” জয় হোক মানবতার মানুষের প্রতি অবহেলা না ভালোবাসা পারে একটা মানুষ কে মানবিক করতে শুধু অসহায় গরিব মানুষ গুলোর প্রতি শ্রদ্ধা সম্মান দেখালে মানবিক হওয়া যায় না সে জন্য প্রতিটি ধর্ম বর্ন পেশার মানুষ কে ভালোবাসতে হবে তাদের প্রতি অনুগত প্রকাশ করতে হবে টাকা মানুষ কে বড় করে না কখনো মানুষ এর ভালো কাজগুলো তাকে বড় করে বয়স না কর্ম মানুষ কে পৃথিবীর মধ্যে মৃত্যর পর ও জীবিত রাখে হাজারো মানুষের মনে যদি সে কাজটা হয় মানুষের কল্যানের জন্য সৈয়দ নুরুল ইসলাম মামার মতো কিছু মানুষ আছে যারা মৃত্য নিশ্চিত জেনে ও মানুষের কল্যানে কাজ করে যায় ইতিহাসের পাতায় নাম লিখায় সৈয়দ নুরুল ইসলাম মামার তো আগামী প্রজন্নের অনুপ্রেরনা যার জীবন অনু সরন করে মানুষ হবে মানবিক আসুন অসহায় মানুষের মুখে হাসি ফুটাই সবাই মিলে দশে মিলে করি কাজ হেরে যেতে নাই লাজ ।