September 25, 2023, 4:22 am
মোঃ সফিয়ার রহমান পাইকগাছা খুলনা ।
সবাই মোবাইল গেইমে আসক্ত হয়ে যাচ্ছে।এতে অবশ্যই দায় অভিভাবকের উপরও পরে আবার পরিবেশের উপরও পড়ে।
ভালোবাসা ভালো লাগা তাই তো ছুটে চলি মাটির পাত্রের সন্ধানে।
ছোট বেলায় মাটির জিনিস নিয়ে খেলা করেনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। মাটির প্রতি মানুষের আলাদা একটা টান। আর সেই মাটির জিনিস যদি
আমাদের ছোটবেলা গুলো খুব মনে পড়ে। মেলা থেকে মাটির হাড়ি, কড়াই কিনে আনতাম বাবা মার সাথে গিয়ে। আজকাল শিশুরা এসব খেলনার সাথে পরিচয়, মাটির প্রতি মানুষের আলাদা একটা টান। আর সেই মাটির জিনিস নেই বলেই চলে।
তাই শিশুদের ছোট বেলা ফিরিয়ে দিতে চলে এলো অপর্ণা, এই মাটির সাথে প্রাণের ভালোবাসা মাখামাখি হয়ে আছে যে”।
খুলনা পাইকগাছা গদাইপুর বয়েলি।
ওই কুমোর পাড়ার, ( বাবু নারান পালের ছেলে, ( রামপদ বাবু),বাবার স্মৃতি টুকু আজও ধরে রেখেছে, এমন মানুষ খুব কম পাওয়া যায়। মাটির প্রতি এতো ভালোবাসা চোখ বাধা অবস্থায় , হাড়ি, কড়াই কলোস, বানিয়ে অবাক করে দিলেন মাটির জিনিস তৈরি করে,।
আমি সেদিন ফুলদানিটা ঝাড়পোঁছ করতে গিয়ে আমারই হাত থেকে পড়ে ভেঙে গেল, জানো মনে হলো আমার বুকের পাঁজরটা যেন ভেঙে গেল!
ভেঙে যাওয়া টুকরোগুলো জুড়িয়ে নিয়ে আবার আগের মতো করে নিলাম। সত্যি বলতো , এমন আন্তরিকভাবে ক’জনে ভালোবেসে উপহার দেয়। শুভকামনা