October 2, 2023, 5:30 am
আমানউল্লাহ,ক্রাইম রিপোর্টার,পাইকগাছা:
#মো:সেলিম জাহাঙ্গীর (মেয়র)
যথাক্রমে ৯ টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরবৃন্দঃ
১! মো: আলাউদ্দীন গাজী (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়)
২! মো:অহেদ আলী।
৩! মো: আব্দুল গফফার মোড়ল।
৪! মো: তৈবুর রহমান।
৫! রবি শংকর মন্ডল।
৬!গাজী সেলিম নেওয়াজ।
৭! মো: মাহাবুবুর রহমান রঞ্জু।
৮! ইমরান সরদার।
৯! মো ইমদাদুল হক।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন
১!রাফেজা খানম(১,২,৩ নং ওয়ার্ড)
২!কবিতা রানী দাশ (৪,৫,৬ নং ওয়ার্ড)
৩!আসমা আহম্মেদ(৭,৮,৯ নং ওয়ার্ড)
পাইকগাছা পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৪ শ ৩১ জন।মেয়র পদে অসুস্থতারর কারন দেখিয়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি প্রার্থীতা প্রত্যাহার করেন।এর ফলে ২ জন মেয়র কাউন্সিলর সহ মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মেয়র পদে আওয়ামী মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীকে ৮ হাজার ৩৬৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিবি’র এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল কাস্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬২৩ ভোট।
উল্লেখ্য :১৯৯৭ সালে পৌরসভা গঠনের পর প্রথম বারের মত মেয়র নির্বাচিত হন এসএম মাহাবুবুর রহমান (মাহবুর চেয়ারম্যান) দ্বিতীয় বার আবার ও নির্বাচিত হন তিনি।এরপর মেয়রের অসুস্থতাজনিত কারনে ভারপ্রাপ্ত মেয়র হিসবে দায়িত্ব গ্রহন করেন প্যানেল মেয়র শেখ কামরুল হাসান টিপু। ২০১১ সালের নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হন মো:সেলিম জাহাঙ্গীর।জয়ের ধারা অব্যাহত রেখে ২০১৬ সালে নির্বাচনে আবারও নির্বাচিত হন তিনি।সর্বশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি নির্বাচনে নৌকার সুপারসিলেকশন সেলিম জাহাঙ্গীর টানা ৩য় বারের মত আবারও ক্ষমতার মসনদে! সকলের কাছে ক্লিন ইমেজের ব্যাক্তি হিসবে পরিচিত সেলিম জাহাঙ্গীর কে আবারো দেখা যাবে পৌর-পিতার চেয়ারে! পৌরবাসীর সুবিধা-অসুবিধা,সুখ-দূঃখে, সকল সময় বিগতদিনের মত আগামীতেও সাধারন মানুষের পাশে থাকবে মেয়র সেলিম জাহাঙ্গীর এমনটাই প্রত্যাশা কোরছে এলাকাবাসী।