September 23, 2023, 12:22 am
মোঃ আব্দুল আল মামুন কোটচাঁদপুর ঝিনাইদহ (প্রতিনিধি):মোঃ রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক, কুশনা ইউনিয়ন,বাংলাদেশ আওয়ামীলীগ ৭৫ পর ছাত্রলীগের হাত ধরে রাজনীতি শুরু। তারপর যুবলীগ বর্তমান আওয়ামীলীগ। দল করতে যেয়ে তাঁর উপর দিয়ে বয়ে গেছে টর্নেডো। সর্বহারা,, পূর্ব বাংলা এবং হক পার্টির বাধা অতিক্রম করে কুশনা ইউনিয়নে আওয়ামীলীগ কে শক্তিশালি করেছেন। কিন্তু দুঃখের বিষয় হল,আওয়ামীলীগ তাকে যোগ্য সম্মান দিতে পারে নি। কয়েক বার নির্বাচন করেছেন,।কিন্তু দলীয় কোন্দলের কারণে অল্প ভোটে পরাজয় বরণ করে। গত ইউনিয়ন নির্বাচনের মাস খানিক আগে মোঃ রবিউল ইসলাম কে মিথ্যা মামলায় জেলে যেতে হয়। তাঁরই তৈরি করা কর্মীর হাত দিয়ে। উদ্দেশ্য যেন নির্বাচন করতে না পারে। তারপর জেল থেকে জামিন পেয়ে নেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করেন। এই ত্যাগি নেতার পক্ষে কোন জনপ্রতিনিধি পাশে এসে দাড়ায় নি। তারপরও মোঃ রবিউল ইসলাম তাঁর মনোবল হারায় নি। নেত্রী শেখ হাসিনার উপর আস্হাশীল। কুশনা ইউনিয়ন বাসি ২০২১ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে এই ত্যাগি নেতার সম্মান চাই। কুশনা ইউনিয়ন আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠন নেতা কর্মীরা মোঃ রবিউল ইসলাম কে নৌকা প্রতীকে দেখতে চাই।