September 23, 2023, 1:36 am
মনিরুজ্জামান স্টাফ রিপোর্টার যশোর:
আইপিএল মডেল লেবুতলা ইউনিয়নে প্রদর্শনীর উপকরণ বিতরণ কার্যক্রম করে। পরিবেশবান্ধব প্রকৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় আইপিএম মডেল লেবুতলা ইউনিয়ন। চাষিকে নিয়ে বৃহস্পতিবার প্রদর্শনী উপকরণ বিতরণ কার্যক্রম করে যশোর সদর উপজেলা কৃষি অফিস।
খাজুরা বাজারে সদর উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, ২০টি গ্রুপে এবং পাঁচ’শ কৃষকের নিকট এনপিভি ও জৈব সার হস্তান্তর করেন।
কৃষক জামাল হোসেন। বাড়ি লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে। তিনি পুরোদস্তর কৃষক। সারাবছর কৃষি কাজ করে সংসার চলে তার। বর্তমানে ২৮ শতক জমিতে লাউ চাষ রয়েছে।
জামাল হোসেন জানান,আমি অনেকদিন ধরে এই নিয়মে চাষ করে থাকি। যার কারণে বিষমুক্ত সবজি চাষ করা যায়। এই সবজি খেতে খুব সুস্বাদু। সবজিতে এনপিভি, ফেরোমন ট্র্যাপ, ইয়োলো ট্রাম্প ব্যবহার করার কারণে ৯৯% পোকা দমন করা সম্ভব হয়েছে। এইগুলো দেওয়ার ফলে নিরাপদ খাদ্য দেওয়া সম্ভব।
উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম জানান,জৈব সার মাটির গুণগত মান বৃদ্ধি করে। মাটির বুনোটকে ঠিক রাখে। ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যার কারণে সবজিতে কৃষকরা লাভবান হয়।