September 25, 2023, 3:56 am
চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়ন, যাত্রারপুর গ্রামের মোঃ ফারাহাদ হাসান ও স্ত্রী মোছাঃ মায়া খাতুনের ১ মাসের শিশুর জন্য নতুন পোশাক এবং (৫০০০) পাঁচ হাজার টাকার শিশু খাদ্য গুঁড়ো দুধ কিনে দিলো চৌগাছার অন্যতম অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বুধবার (১২ জুলাই) বিকালে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন উপস্থিত থেকে নতুন পোশাক এবং গুঁড়ো দুধ প্রদান করা হয়।
জানা গেছে ফারাহাদ হাসানের ১ মাসের শিশু উমাইয়াকে রেখে তার মা মোছাঃ মায়া খাতুন তার বাপের বাড়ি চলে গেছেন! ফারাহাদ হাসান পেশায় একজন দিনমজুর। তার দৈনিক রোজগারের টাকায় কোনো রকম সংসার চলছিল, খুব কষ্টে জীবনযাপন করেন, তাই তার ১ মাসের শিশুটি মায়ের দুধ থেকে বঞ্চিত হওয়াই, দুধ কিনে খাওয়াইতে হিমশিম খাচ্ছিলেন। এমতাবস্থায় “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”র কাছে সাহায্যের আবেদন করলে সংগঠনটি এই মানবতার হাত বাড়িয়ে দেয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহিন কবির, মোঃ কামরুল হাসান, মোঃ রাকিব হোসেন, দীপ্ত বিশ্বাস, মোঃ আরিফুল ইসলাম, মোঃ নয়ন হোসেন, মোঃ মোস্তফা কামাল, মোঃ সুলতান মাহমুদ রনি, মোঃ কায়েম হোসেন, মোঃ সিফাত রহমান, মোঃ সোহানুর রহমান, মোঃ মাসুদ রানা, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সুমন হোসেন।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।
————