December 1, 2023, 10:56 pm
মোঃ নাদিরুজ্জামান আজমল।
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)।
কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের ঢালার কান্দি গ্রামে রেনু মিয়া নামে এক চায়ের দোকানদারের লাশ পাওয়া গিয়াছে।
গত ০১/০৯/২০২০ ইং রোজ সোমবার অস্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের ঢালারকান্দি গ্রামের চায়ের দোকানদার মোঃ রেনু মিয়া (৪২)পিতা মোঃ ফজর আলী আনুমানিক রাত ১০:৩০ মিনিটে থেকে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি পর ভোর. ৬:৩৫মিনিটে উক্ত গ্রামের গাজীর বাড়ির পিছনে পানিতে ভাসমান অবস্থায় রেনু মিয়ার লাশ পাওয়া যায়। পরে অষ্টগ্রাম থানা খবর পেয়ে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আরিফুল রহমান ঘটনাস্থলে গিয়ে রেনু মিয়ার লাশ সনাক্ত করেন, পুলিশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী রেনু মিয়ার লাশে শ্বাসনালী কাটা, নাভীর উপরে পেটকাটা ভুঁড়ি বের হওয়া নাকে এবং ডানহাতে কাটা জখমের চিহ্ন পাওয়া যায়।
এ ব্যপারে অষ্টগ্রাম থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মোল্যার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন পূর্ব শত্রুতা অথবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এঘটনা ঘটতে পারে।