September 25, 2023, 3:43 am
মোহাম্মদ আমান উল্যা, স্টাফ রির্পোটার:
অপহরণের পর ৪ দিন অতিবাহিত হলেও সোনাইমুড়ি সরকারী কলেজের মানবিক বিভাগের ছাত্রী এবং এইচএসসি পরীক্ষার্থীর নুসরাত জাহান জেমী উদ্ধার হয়নি। সে সোনাইমুড়ির মাহতাপপুর গ্রামের নতুন বাড়ীর আব্দুর রবের মেয়ে। তাকে গত শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ি উপজেলা সংলগ্ন আলোক পাড়া রাস্তার মাথা থেকে অপহরণ করে নিয়ে গেছে কাজী সাফি উদ্দিন (৩৯) এর নেত্রীতে একদল সন্ত্রাসী। এ ঘটনায় পুলিশ কাজী সালাউদ্দিন ও মরিয়ম আক্তার ডলি নামের ২ জন গ্রেফতার করেছে। জেমী উদ্ধার না হওয়ায় পরিবারের সদ্যসদের মাধ্য আতঙ্ক বিরাজ করছে।
অপহৃত জেমীর মা ফাতেমা বেগম জানান, কাজী সাফি উদ্দিন দীর্ঘদিন যাবৎ তার মেয়েকে হয়রানি করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় তিনি এবং তার মেয়ে জেমী সোনাইমুড়ি পৌর শহরের আইনজীবি চেম্বার থেকে কাজ শেষ করে সিএনজি অটোরিক্সা দিয়ে গ্রামের বাড়ী যাচ্ছিলেন। এ সময় কাজি সাফি উদ্দিনের নেত্রীতে একদল সন্ত্রাসী কয়েকটি মোটর সাইকেল এবং একটি সিএনজি চালিত অটোরিক্সা আলোকপাড়া রাস্তার সামনে অস্ত্রের মুখে তাদেরকে গতিরোধ করে তাকে প্রচন্ড মারধর করে অস্ত্রের মুখে তার মেয়ে জেমীকে জোর করে তুলে নিয়ে যায়। তিনি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনার স্থলে পৌছানো পূর্বে অপহরণকারীরা জেমী নিয়ে চলে যায়।
এ ব্যাপারে জেমীর মা ফাতেমা বেগম কাজী সাফি উদ্দিনসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ জন অজ্ঞাত নামাকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। জেমীকে উদ্ধারে পুলিশের গড়িমসিরও অভিযোগ উঠেছে। থানা অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অপহৃতাকে উদ্ধার ও অপর আসামীদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে।