December 1, 2023, 11:53 pm
নামুজা ইউনিয়নের ধলমোহিনী উত্তর পাড়া জামে মসজিদে সরকারী আযিযুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী ও শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।উপস্থিত ছিলেন মাষ্টার মকবুল হোসেন,আবু বক্কর মাষ্টার,জালাল উদ্দীন মাষ্টার সহ মুসল্লিবৃন্দ।